আমুদরিয়া নিউজ: এক ধাক্কায় ৩০ হাজারের বেশি কর্মী ছাঁটাই করতে চলেছে বিশ্বের অন্যতম প্রধান ই-কমার্স সংস্থা অ্যামাজন! চলতি সপ্তাহেই শুরু হবে ছাঁটাই। সংবাদ সংস্থা সূত্রে খবর, অতিমারীর সময়ে অতিরিক্ত কর্মী নিয়োগ করেছিল সংস্থা। ব্যায়ভার কমাতে এবার ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে। ২০২২ এর পর এত বড় ছাঁটাই অভিযান অ্যামাজনে হয়নি। সেবার ২৭ হাজার কর্মীকে বসিয়ে দেওয়া হয়েছিল। বর্তমানে বিশ্ব জুড়ে অ্যামাজ়নে কর্মরত রয়েছেন প্রায় ১৫ লক্ষ ৫০ হাজার জন। সূত্রের খবর, এই কর্মীসংখ্যার ১০ শতাংশ হ্রাস করবে সংশ্লিষ্ট বহুজাতিক সংস্থা। শুধু তা-ই নয়, খরচের বোঝা কমাতে এবং পরিস্থিতির সঙ্গে তাল মেলাতে বেশ কিছু পদ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে অ্যামাজন।