আমুদরিয়া নিউজ: চিনের রাজধানী বেজিংয়ে ভারতীয় দূতাবাসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি বসল। চিনের স্বনামধন্য শিল্পী ইউয়ান শিকুন কবির মূর্তিটি তৈরি করেছেন। শনিবার দূতাবাসে এই উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে রবীন্দ্র-মূর্তির উন্মোচন করেন চিনে ভারতের রাষ্ট্রদূত প্রদীপ রাওয়াত। অনুষ্ঠানে ভারত-চিন সাংস্কৃতিক ঐতিহ্য, রবীন্দ্রনাথের চিন সফর এবং দুই দেশের ঐতিহাসিক মৈত্রীর কথা তুলে ধরা হয়। জীবিতকালে তিন বার চিন সফরে গিয়েছিলেন রবীন্দ্রনাথ। চিনে তাঁর অনুরাগীর সংখ্যাও কম নয়। রবীন্দ্রনাথের জন্যই বহু চিনা নাগরিক বাংলা শেখেন। চিনা পাঠকমহলে রবীন্দ্রনাথের কবিতা ও উপন্যাসের অনুবাদ এখনও সমানভাবে জনপ্রিয়।