আমুদরিয়া নিউজ: বাংলা-সহ ১২ রাজ্যে এদিন এসআইআর ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে এসআইআর করতে গিয়ে বৈধ ভোটারের নাম বাদ গেলে আইনগতভাবে প্রতিবাদের হুঁশিয়ারি দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল বলেন, “একজন বৈধ ভোটার কিংবা একজন বৈধ নাগরিককে যদি বাদ দেওয়া হয় বা হয়রান করা হয়, তাহলে প্রতিবাদ করা হবে। নির্ভুল, স্বচ্ছ ভোটার তালিকার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ই বলেছিলেন। সেটা করতে গিয়ে বৈধ নাগরিকদের হয়রান করা হলে, বাদ দেওয়া হলে, এক লক্ষ কর্মীকে নিয়ে গিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করা হবে।” পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে আগামিকাল থেকে। ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর চলবে এনুমারেশন ফর্ম প্রক্রিয়া। ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ। ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি অভিযোগের ভিত্তিতে শুনানি, ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
 
			 
					 
		 
		 
		 
		