আমুদরিয়া নিউজ: ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার টুইন টাওয়ারে যে জঙ্গি হামলা হয়েছিল, তার মূল চক্রী ছিলেন আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন। সেই ঘটনার পর আমেরিকা যখন হন্যে হয়ে খুঁজছে তাঁকে, সেই সময় মহিলার ছদ্মবেশে মার্কিন সেনার চোখে ধুলো দিয়েছিলেন লাদেন। চাঞ্চল্যকর দাবি করলেন আমেরিকার গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)-র প্রাক্তন কর্তা জন কিরিয়াকু। ১৫ বছর তিনি সিআইএ-তে ছিলেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর সিআইএ-র জঙ্গিবিরোধী অভিযানের প্রধানের ভূমিকা পালন করেন তিনিই। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে তিনি জানান লাদেনকে খুঁজতে আফগানিস্তানে হামলা চালায় আমেরিকা। খবর ছিল তোরা টোরা গুহার ভিতরেই রয়েছে সে। কিন্তু লাদেন নাকি রাতের অন্ধকারে মহিলার ছদ্মবেশে একটি ট্রাকের পিছনে চেপে আফগানিস্তান ছেড়েছিলেন। ফলে টোরা বোরার পাহাড়ি গুহায় পৌঁছে আমেরিকার সেনাবাহিনী দেখে, সেখানে আর কেউ নেই। সকলেই পলাতক।