আমুদরিয়া নিউজ: যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক সচিন সাংঘভি। সচিন-জিগার জুটির সচিনের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন ২৯ বছর বয়সি জনৈক যুবতী। তাঁর অভিযোগ, মিউজিক অ্যালবামে সুযোগ ও বিয়ের প্রস্তাব দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁকে যৌন হেনস্তা করেছেন সচিন। এমন বিস্ফোরক অভিযোগ নিয়েই পুলিশের দ্বারস্থ হন ওই যুবতী। অভিযোগকারিণী মামলা দায়ের করা মাত্রই পুলিশ গ্রেফতার করে সচিনকে হেফাজতে নেয়। পরে অবশ্য তাঁকে জামিন দেওয়া হয়। উল্লেখ্য, সচিন সাংঘভী ও জিগর সরইয়া একসঙ্গে সঙ্গীত পরিচালনা করেন। বলিউডে তাঁরা সচিন-জিগর নামে পরিচিত। বহু সফল গান রয়েছে তাঁদের ঝুলিতে। ‘ভেড়িয়া, ‘স্ত্রী’, ‘পরম সুন্দরী’র মতো ছবিতে গান বেঁধেছেন তাঁরা। সচিন-জিগরের সফল গানগুলির মধ্যে রয়েছে ‘তরস’, ‘এক জ়িন্দেগি’, ‘অপনা বনা লে’, ‘তেরে ওয়াস্তে’, ‘ফির অউর কেয়া চাহিয়ে’ ইত্যাদি। ‘স্ত্রী ২’ সিনেমায় তাদের ‘আজ কি রাত’ গানটি তুমুল জনপ্রিয়তা পায়।