আমুদরিয়া নিউজ: সদ্যোজাত কন্যাকে হারালেন পাক অলরাউন্ডার আমির জামাল। সোশ্যাল মিডিয়ায় কন্যার মৃত্যু সংবাদ জানিয়েছেন তিনি নিজেই। সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন জামাল। তাতে দেখা যাচ্ছে, তাঁর হাতের একটি আঙুল মুঠো করে ধরে রেখেছে সদ্যোজাত কন্যা। সেই ছবির সঙ্গে জামাল লিখেছেন, ‘‘আল্লা, আল্লা। আমার ছোট্ট পরী, আমি আর তোমাকে ধরে রাখতে পারলাম না। তুমি যেন স্বর্গের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত থাক।’’ তিনি আরও লিখেছেন, ‘‘বাবা এবং মা সব সময় তোমার অভাব অনুভব করবে।’’ তবে একরত্তি মেয়ের মৃত্যুর কারণ বা কবে এই দুর্ঘটনা তা জানাননি পাক অলরাউন্ডার।