আমুদরিয়া নিউজ: বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে অ্যাডিলেডে ছিল ভারতীয় দল। খেলা শেষ হতেই অ্যাডিলেডের রাস্তায় ক্যাবে চড়ে ঘুরে বেড়ালেন ধ্রুব জুরেল, প্রসিদ্ধ কৃষ্ণ এবং যশস্বী জয়সওয়াল। মোবাইলের অ্যাপ থেকে ক্যাব বুক করেন তাঁরা। লোকেশন দেখে নির্দিষ্ট স্থান থেকে যাত্রীদের তুলতে পৌঁছে গিয়েছিলেন ক্যাবচালক। নির্দিষ্ট জায়গায় ক্যাব নিয়ে গিয়ে কয়েক মিনিট অপেক্ষার পর একে একে তিন যাত্রী গাড়িতে ওঠেন। তাঁদের দেখে চমকে যান চালক। ভারতীয় ক্রিকেটারদের চিনতে ভুল করেননি তিনি। প্রাথমিক বিস্ময় কাটিয়ে গন্তব্যের দিকে গাড়ি নিয়ে রওনা দেন তিনি। গন্তব্যে পৌঁছোনোর পর যশস্বীদের শুভেচ্ছা জানান। তিন ক্রিকেটারের সঙ্গে সৌজন্য বিনিয়মের ভিডিয়োও সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন উচ্ছ্বসিত ক্যাবচালক।