আমুদরিয়া নিউজ: কালীপুজোর রাতে বাংলোর সামনে বাজি ফাটানো থামাতে স্থানীয় বাসিন্দাদের উপর লাঠিচার্জের অভিযোগ উঠেছিল। তার পরেই নবান্ন থেকে পদক্ষেপ। সরিয়ে দেওয়া হল কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যকে। বৃহস্পতিবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র দপ্তর। দ্যুতিমানকে পাঠানো হয়েছে রাজ্য সশস্ত্র পুলিশ বাহিনীর (স্যাপ) থার্ড ব্যাটেলিয়নের কমান্ডান্ট পদে। তাঁর পরিবর্তে কোচবিহারের নতুন এসপি করা হয়েছে সন্দীপ কাররাকে। উল্লেখ্য, দীপাবলির রাতে কোচবিহার শহরে ৯ নম্বর ওয়ার্ডে রাত ১২টা নাগাদ বাজি পোড়াচ্ছিলেন স্থানীয় কয়েকজন। পাশেই ছিল পুলিশ সুপারের বাংলো। হঠাৎই ‘হাফ প্যান্ট এবং স্যান্ডো গেঞ্জি পরে, মাথায় ফেট্টি বেঁধে’ বেরিয়ে আসেন দ্যুতিমান। স্থানীয় কয়েকজন শিশু, মহিলাকে মারধর করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। দ্যুতিমান নিজে অবশ্য সেই অভিযোগ অস্বীকার করে জানান, দীর্ঘক্ষণ ধরেই শব্দবাজি ফাটানোর জন্য বারণ করা হচ্ছিল। পোষ্যদের অসুবিধা হচ্ছিল। স্থানীয়দের শব্দবাজি ফাটাতে মানা করা হয়, কাউকে মারধর করা হয়নি।