আমুদরিয়া নিউজ: ভাইফোঁটার সকালে অনুরাগীদের মন জিতে নিলেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব। এদিন বোন দীপালির সঙ্গে ভাইফোঁটার মুহূর্ত ভাগ করে নিয়েছেন নায়ক। ছবিতে দেখা যাচ্ছে, ভাঁজ করা একটি মাদুরের উপর বসে রয়েছেন দেব। সামনে সাধারণ ছোট্ট একটি থালায় রাখা কয়েকটা কাজু বরফি, চন্দনের বাটি আর প্রদীপ। দেবের ভাইফোঁটার এই অতি ছিমছাম আয়োজন মন ছুঁয়েছে অনুরাগীদের।