আমুদরিয়া নিউজ: দিল্লিতে পুলিশি এনকাউন্টারে নিহত বিহারের কুখ্যাত ‘সিগমা গ্যাং’-এর চার দুষ্কৃতী। বিহারের দুষ্কৃতী দলের ওই সদস্যেরা গত কয়েক দিন ধরে দিল্লিতে গা-ঢাকা দিয়ে ছিলেন বলে পুলিশের কাছে খবর ছিল। সেই সূত্র ধরেই বুধবার রাতে দুষ্কৃতীদের খোঁজে অভিযান শুরু করে দিল্লি ও বিহার পুলিশ। উত্তর-পশ্চিম দিল্লির রোহিণীতে পুলিশের সঙ্গে গুলির লড়াই শুরু হয় দুষ্কৃতীদের। ওই অভিযানেই নিহত হয় চার দুষ্কৃতী। নিহত দুষ্কৃতীরা হল রঞ্জন পাঠক (২৫), বিমলেশ মাহাতো (২৫), মণীশ পাঠক (৩৩) এবং আমন ঠাকুর (২১)। পুলিশ সূত্রে খবর, এই চার জনের মধ্যে ‘মাথা’ ছিল রঞ্জনই। গত কয়েক বছর ধরে বিহারের বিভিন্ন প্রান্তে বহু অভিযোগে নাম জড়িয়েছে ‘সিগমা গ্যাং’-এর। গ্যাংয়ের বাকি সদস্যদের খোঁজে অভিযান চালাচ্ছে পুলিশ।