আমুদরিয়া নিউজ: দীর্ঘ চার বছর পর আফগানিস্তানের রাজধানী কাবুলের ভারতীয় দূতাবাস পুনরায় খুলে গেল। ২১ অক্টোবর মঙ্গলবার এটি পুনরায় খুলে দেওয়া হয়েছে। ২০২১ সালে তালিবান ক্ষমতায় আসার পর বন্ধ করা হয়েছিল এই দূতাবাস। বিদেশমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ‘কাবুলে ভারতের টেকনিক্যাল মিশনকে ভারতীয় দূতাবাসের মর্যাদায় ফিরিয়ে আনা হচ্ছে। আফগান বিদেশমন্ত্রীর ভারত সফরের সময় ঘোষিত সিদ্ধান্তের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ। এই সিদ্ধান্ত পারস্পরিক কূটনৈতিক উন্নতির স্বার্থে নেওয়া হয়েছে। আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত হবে এই পদক্ষেপের ফলে। কাবুলে অবস্থিত এই ভারতের দূতাবাস আফগান সমাজের অগ্রাধিকার ও আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতি রেখে উন্নয়ন, মানবিক সহায়তা এবং সক্ষমতা বৃদ্ধির কাজ করবে।’ জানা যাচ্ছে, যেহেতু ভারত এখনও তালিবানকে স্বীকৃতি দেয়নি, তাই দূতাবাসের প্রধান কূটনীতিকের পদমর্যাদা হবে ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’।