আমুদরিয়া নিউজ: পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ (জেইএম) তাদের নয়া শাখা খুলছে মহিলাদের জন্য। নাম ‘জামাত-উল-মুমিনাত।’ গোয়েন্দা সূত্রে খবর, এবার মহিলা জঙ্গি তৈরিতে অনলাইন কোর্স শুরু করছে জঙ্গি সংগঠনটি। পাশাপাশি তহবিল সংগ্রহের চেষ্টাও শুরু হয়েছে। মহিলা ‘শিক্ষার্থীদের’ কাছ থেকে অনুদান হিসাবে পাকিস্তানি মুদ্রায় ৫০০ টাকা করে নেওয়া হবে বলে খবর। জানা গিয়েছে, আগামী ৮ নভেম্বর থেকে প্রতি দিন ৪০ মিনিটের অনলাইন ‘সেশন’ হবে। মহিলাদের শিক্ষিকার ভূমিকায় থাকছেন জইশ প্রধান মাসুদ আজহারের দুই বোন সাদিয়া আজহার এবং সামাইরা আজহার। এছাড়াও পুলওয়ামায় হামলাকারীদের স্ত্রীরাও জেহাদের পাঠ দেবেন বলে খবর। এই প্রশিক্ষণের মাধ্যমেই ‘জামাত-উল-মুমিনাত’-এর সদস্য সংখ্যা বাড়াতে চাইছে সংগঠনটি।