আমুদরিয়া নিউজ: গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। পাল্টা বুধবার তাঁকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রাম্পের সঙ্গে ফোনালাপের কথা তুলে ধরে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের ফোনকল ও দীপাবলির শুভেচ্ছার জন্য তাঁকে ধন্যবাদ জানাই। এই মহান আলোর উৎসবে আমাদের দুই মহান গণতন্ত্র বিশ্বকে আশার আলোয় আলোকিত করুক। এবং সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে থাকুক।’ গত মঙ্গলবার হোয়াইট হাউসে প্রদীপ জ্বেলে দীপাবলি পালন করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা হয় তার। বাণিজ্য-সহ একাধিক ইস্যুতে আলোচনা হয় তাদের।