আমুদরিয়া নিউজ: দীপাবলির রাতে নভি মুম্বইয়ে বহুতলে আগুন। ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন। জানা গিয়েছে, সোমবার রাত ১টা নাগাদ মহারাষ্ট্রের নভি মুম্বই টাউনশিপের ভাসি এলাকায় অবস্থিত একটি বহুতল আবাসনে আচমকা আগুন লেগে যায়। সে সময় বেশির ভাগ বাসিন্দাই ঘুমিয়েছিলেন। ফলে আগুন লাগার বিষয়টি যখন চোখে পড়ে, তত ক্ষণে আগুন বেশ খানিকটা ছড়িয়ে গিয়েছে। খবর পেয়ে দমকলের ৮টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। দীর্ঘ চেষ্টার পর ভোর ৪টে নাগাদ নিয়ন্ত্রণে আসে আগুন। ততক্ষণে ঝলসে মৃত্যু হয়েছে ৪ জনের। আহত ১০ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। কীভাবে এই আগুন লাগল তা স্পষ্ট না হলেও অনুমান করা হচ্ছে আতশবাজি থেকেই এই অগ্নিকাণ্ড। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।