আমুদরিয়া নিউজ: দীপাবলির মরসুমে সুখবর দিলেন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। কন্যাসন্তান কোলে ছবি পোস্ট করে রুশা লেখেন, “আমাদের অনুষার তরফ থেকে আপনাদের দীপাবলির শুভেচ্ছা।” এই পোস্টে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। প্রসঙ্গত, ২০০৯ সালে ‘ওগো বধূ সুন্দরী’র মতো জনপ্রিয় মেগা ধারাবাহিক দিয়ে অভিনয় জীবন শুরু করেন রুশা। এরপর ‘তোমায় আমায় মিলে’-র পাশাপাশি ‘শ্রীময়ী’, ‘রামপ্রসাদ’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকেও অভিনয় করেছিলেন তিনি। ২০২৩ সালে হাবরার বাসিন্দা অনুরণ রায়চৌধুরীকে বিয়ে করেন অভিনেত্রী। বিয়ের পরই স্বামীর সঙ্গে আমেরিকা চলে যান রুশা। তার পর আর অভিনয় জগতে ফেরেননি তিনি।