আমুদরিয়া নিউজ: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা আসরানি। সোমবার বিকেল চারটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কৌতুকাভিনেতা। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪। আসরানি তাঁর কেরিয়ারে সাড়ে তিনশোটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘মেরে আপনে’, ‘কোশিস’, ‘বাওয়ারচি’, ‘পরিচয়’, ‘অভিমান’, ‘চুপকে চুপকে’ ‘ছোটি সি বাত’, ‘রাফু চক্কর’ এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। অভিনেতার প্রয়াণে বলিউডে শোকের ছায়া।