আমুদরিয়া নিউজ: রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি বন্ধ না করলে উচ্চ হারে শুল্ক দিয়ে যেতে হবে ভারতকে। ফের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘‘আমি ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলেছি। তিনি বলেছিলেন, রাশিয়ার তেলের ব্যাপারটা তিনি আর করবেন না।’’ একজন সাংবাদিক তাঁকে বলেন, ভারত জানিয়েছে তারা রাশিয়ার থেকে জ্বালানি তেল আমদানি বন্ধ করবে না। এই ব্যাপারে আপনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর কোন কথা হয়নি বলেও নয়া দিল্লি দাবি করেছে। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যদি তাই হয়ে থাকে তাহলে ওদেরকে চড়া মূল্যে শুল্ক মিটিয়ে যেতে হবে। ট্রাম্পের অভিযোগ, ভারত রাশিয়ার তেল কিনে ইউক্রেন যুদ্ধে অর্থায়ন করছে। সেই কারণে ইতিমধ্যেই ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক বসিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে ভারত তাদের পণ্যের উপর বেশি শুল্ক চাপায় বলে ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়েছে। বাদবাকি ২৫ শতাংশ চাপানো হয়েছে রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি হিসেবে।