আমুদরিয়া নিউজ: প্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়াম থেকে চুরি গেল ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট ও সম্রাজ্ঞী জোসেফিনের অমূল্য গয়না! রবিবার সকালের এই ঘটনায় শোরগোল পড়ে যায় প্যারিসের জাদুঘরে। এই ঘটনার পর আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে ল্যুভর মিউজিয়াম। পুলিশ এবং প্রশাসন সূত্রে খবর, সেইন নদীর দিকে ল্যুভরের যে অংশ রয়েছে, তাতে কিছু সংস্কারের কাজ চলছিল। ওই পথ দিয়ে দুষ্কৃতীরা ঢুকেছিল মিউজিয়ামের ভিতরে। ঢুকে সোজা লিফটে উঠে জানলা ভেঙে ঠিক সেই ঘরটিতেই ঢোকে, যেখানে অলংকার সামগ্রী সাজানো থাকে। সেই ঘর থেকেই যাবতীয় বহুমূল্য ও প্রাচীন গয়না লুট করে পালায় তারা। কর্তৃপক্ষের ধারণা, এটি সম্পূর্ণ পরিকল্পিত কাজ। ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী রাচিদা দাতি জানিয়েছেন, কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে অপরাধমূলক তদন্ত শুরু হয়েছে।
 
			 
					 
		 
		 
		 
		