আমুদরিয়া নিউজ: বিমানবন্দরে অবতরণের সময়ে রানওয়ে থেকে পিছলে সমুদ্রে গিয়ে পড়ল একটি পণ্যবাহী বিমান। সোমবার ভোরে হংকংয়ের এই ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে এমিরেট্স এয়ারলাইন্সের বোয়িং ৭৪৭ বিমানটি দুবাই থেকে হংকংয়ে আসছিল। হংকং বিমানবন্দরে অবতরণের সময় প্রথমে রানওয়েতে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে ধাক্কা মারে সেটি। এরপর গাড়িটি নিয়েই পার্শ্ববর্তী সমুদ্রে আছড়ে পড়ে বিমানটি। ভিতরে পাইলট-সহ চার জন বিমানকর্মী ছিলেন। সমুদ্র থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে। গাড়িতে থাকা দু’জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর পাওয়া ছবিগুলিতে দেখা যাচ্ছে, বিমানটি অর্ধেক ডুবে আছে সমুদ্রে- সামনের অংশ জলের উপরে, আর পিছনের অংশ সম্পূর্ণ ডুবে গেছে। এই ঘটনার পর আপাতত বিমানবন্দরটি বন্ধ রাখা হয়েছে।