আমুদরিয়া নিউজ: ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল ১-১ থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু অতিরিক্ত সময়েও গোল হয়নি। শেষমেশ ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে। ইস্টবেঙ্গলের ডার্বি জয়ের হ্যাটট্রিক অধরাই রইল। অন্যদিকে ২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। শেষবার ২০০৩ সালে ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।