আমুদরিয়া নিউজ: ছত্তিশগড়ে আত্মসমর্পণ করলেন মাওবাদীদের অন্যতম মহিলা টিম কমান্ডার গীতা। শনিবার পূর্ব বস্তার ডিভিশনের পুলিশ সুপার অক্ষয় কুমারের কাছে আত্মসমর্পণ করেন গীতা। মূলস্রোতে ফেরার কারণ হিসেবে তিনি জানিয়েছেন মাওবাদীদের সাম্প্রতিক আন্দোলনের প্রতি একদিকে হতাশা অন্যদিকে পর পর আত্মসমর্পণের ঘটনার জন্যই এমন পদক্ষেপ। মাওবাদী নেত্রীর গতিবিধির উপর অনেক দিন ধরেই নজর ছিল নিরাপত্তাবাহিনীর। কিন্তু তাঁকে ধরা যায়নি। তাঁর খবর দিলে পাঁচ লক্ষ টাকা আর্থিক পুরস্কারের ঘোষণা করেছিল ছত্তিশগড় সরকার।
