আমুদরিয়া নিউজ: রবিবার থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। তাঁর আগে অজি শিবিরে ধাক্কা। চোটের কারণে ছিটকে গেলেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিয়েছে, গ্রিনের সাইড স্ট্রেনে সমস্যা ধরা পড়েছে। তাঁর আঘাত গুরুতর না হলেও ঝুঁকি না নিয়ে তাঁকে বিশ্রামে পাঠানো হচ্ছে। তাঁর পরিবর্তনে দলে ঢুকলেন মার্নাস লাবুশানে। অ্যাডাম জাম্পা এবং জস ইংলিশ আগেই সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন। এদিকে রবিবারই ফের ২২ গজে প্রত্যাবর্তন হচ্ছে রোহিত শর্মা ও বিরাট কোহলির। পারথের ম্যাচের আগে উত্তেজনা তুঙ্গে।