আমুদরিয়া নিউজ: আমেরিকার মিশিগানে রাস্তার উপর বিমান ভেঙে পড়ে মৃত্যু হল তিনজনের। জানা গিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল পাঁচটা নাগাদ মিশিগানের বাথ টাউনশিপের ক্লার্ক রোড এবং পিকক রোডের সংযোগস্থলে বিমানটি ভেঙে পড়ে। কী কারণে বিমানটি আচমকা ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে মৃতদের নাম পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। গত রবিবারও টেক্সাসে একটি বিমান দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছিল। সেই ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছিল।
