আমুদরিয়া নিউজ: গুজরাতে মন্ত্রিসভা ঢেলে সাজাল বিজেপি। শুক্রবার দুপুরে গান্ধীনগরের রাজভবনে মোট ২৫ জন বিধায়ক মন্ত্রী হিসাবে শপথ নেন। শপথ নিয়েছেন ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী তথা গুজরাতের জামনগর উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক রিভাবাও। নতুন মন্ত্রী হিসাবে শপথ নেন মোট ১৯ জন। আগের মন্ত্রিসভায় থাকা ছ’জনকে রাখা হয়েছে নতুন মন্ত্রিসভায়। গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন। প্রসঙ্গত, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া বিজেপি শাসিত গুজরাতের সব মন্ত্রী পদত্যাগ করেন বৃহস্পতিবার সন্ধ্যায়।