আমুদরিয়া নিউজ: সম্প্রতি বার্লিনে আয়োজিত হয়েছিল বিশ্ব স্বাস্থ্য সম্মেলন ২০২৫। সেখানে প্রথম ভারতীয় নায়িকা হিসেবে দেশের হয়ে প্রতিনিধিত্ব করলেন কৃতী স্যানন। মহিলাদের স্বাস্থ্য নিয়ে সচেতনতার বার্তা দিলেন তিনি। কৃতী বলেন, সারা বিশ্বে মোট জনসংখ্যার অর্ধেক মহিলাই। কিন্তু তাঁদের স্বাস্থ্য নিয়ে কখনও কেউ মাথা ঘামায় না। এই সমস্যা বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে। এই মানসিকতার পরিবর্তন আনতে হবে। মনে রাখতে হবে পরিবারের মহিলা সদস্যর স্বাস্থ্য সুরক্ষিত রাখলে তবেই সে কিন্তু সকলের যত্ন নিতে পারবে। বর্তমানে কৃতির হাতে রয়েছে একগুচ্ছ কাজ। ২৮ নভেম্বর মুক্তি পাবে কৃতি অভিনীত ‘তেরে ইশক মে’। সেখানে ধনুশের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী।