আমুদরিয়া নিউজ: ডিজিটাল দুনিয়া এবং সমাজমাধ্যমে নিজেদের প্রচার আরও জোরালো করতে বৃহস্পতিবার নতুন কর্মসূচি শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার পোশাকি নাম ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’। এদিন অভিষেক সমাজমাধ্যমে একটি ভিডিয়োবার্তাও দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, ‘‘নানা মাধ্যমে লড়াই চলছে। রাজপথ, সংসদের মতো সমাজমাধ্যম এবং ডিজিটাল দুনিয়াও এখন লড়াইয়ের জায়গা হয়ে উঠেছে। যা রয়েছে মোবাইলের স্ক্রিনে। যেখানে প্রতিনিয়ত বাংলা-বিরোধীরা কুৎসা, অপপ্রচার করছে।’’ অভিষেকের আরও আর্জি, ‘যারা বাংলাকে এভাবে অপমানিত হতে দেখতে চান না, এটা তাদের কাছে সুবর্ণ সুযোগ। ডিজিটাল যোদ্ধা হিসেবে যোগ দিন, বাংলার ভবিষ্যৎ শক্তিশালী করুন।’ তৃণমূল সূত্রের খবর, বুথ পিছু অন্তত ১০ জনকে ‘ডিজিটাল যোদ্ধা’ করার পরিকল্পনা নেওয়া হয়েছে যাঁরা মোবাইলে স্বচ্ছন্দ, প্রযুক্তি সম্পর্কে সম্যক ধারণা রয়েছে, রাজনৈতিক যুক্তিকে প্রতিষ্ঠিত করতে পারবেন।
