আমুদরিয়া নিউজ: আইনি গেরোয় পড়ে অবশেষে বিদেশ ভ্রমণের পরিকল্পনা বাতিল করতে বাধ্য হলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি। চলতি বছরের অগস্ট মাসেই মুম্বইয়ের এক ব্যবসায়ী রাজ-শিল্পার বিরুদ্ধে ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের করেন। এর ফলে গত সেপ্টেম্বরে মুম্বই পুলিশ শিল্পা শেট্টি, রাজ কুন্দ্রার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে। ইচ্ছে করলে যখন-তখন রাজ-শিল্পার দেশের বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়। অনুমতি সাপেক্ষেই বিদেশ ভ্রমণ করতে হবে তাঁদের। সেই লুক আউট নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে পালটা বম্বে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাজ-শিল্পা। কিন্তু তারকাদম্পতির আবেদন পত্রপাঠ নাকচ করে দেয় আদালত। পালটা তাদের জানানো হয়, “আগে ষাট কোটি টাকা মেটান, তার পর বিদেশে যান।”