আমুদরিয়া নিউজ: নৈহাটির ভোটার তালিকায় পাকিস্তানি নাগরিক! চাঞ্চল্যকর তথ্যটি প্রকাশ করেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। পড়শি দেশের নাগরিকের নাম কীভাবে নৈহাটির ভোটার তালিকায় উঠল সেই প্রশ্নই তুলেছেন তিনি। নাগরিকত্বের জন্যে আবেদন না জানিয়েই বাংলার ভোটার তালিকায় নাম তোলা হয়েছে বলেও দাবি বিজেপি নেতার। নৈহাটি বিধানসভার অন্তর্গত এ টি ঘোষ লেনের বাসিন্দা সালেয়া খাতুন। তবে তিনি নৈহাটির বাসিন্দা হলেও জন্মসূত্রে পাকিস্তানের করাচির নাগরিক। স্ত্রী যে পাকিস্তানি সেই কথা স্বীকার করে নিয়েছেন সালেয়ার স্বামী মহম্মদ ইমরান আলি। তাঁর দাবি, দফায় দফায় ভিসা পেয়ে ভারতে ছিলেন তাঁর স্ত্রী। তবে শেষ বার ভিসা আবেদন নাকচ করে দেওয়া হয়েছে। এর সঙ্গেই তাঁর দাবি, দীর্ঘদিন ধরেই ভোটার তালিকায় নাম রয়েছে সালেহার। ঘটনার কথা স্বীকার করেছেন নৈহাটির তৃণমূল বিধায়ক সনৎ দে। তাঁর দাবি, ভোটার লিস্টে কী ভাবে নাম উঠল সেটা নির্বাচন কমিশন বলতে পারবে, কারণ তারাই ভোটার তালিকা তৈরি করে।
