আমুদরিয়া নিউজ: ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য বৃহস্পতিবার অস্ট্রেলিয়ায় পৌঁছে গেছে টিম ইন্ডিয়া। আর সেখানে পৌঁছেই সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন বিরাট কোহলি। লিখেছেন, “তুমি সত্যি সত্যি তখনই ব্যর্থ হবে, যখন তুমি চেষ্টা করা ছেড়ে দেবে।” আর সেই পোস্ট ঘিরে চর্চায় নেটপাড়া। প্রশ্ন উঠছে, ঠিক কেন এই পোস্ট করলেন কোহলি। অনেকেই মনে করছেন, কোহলি হয়তো এক দিনের ক্রিকেট থেকেও অবসরের ইঙ্গিত দিয়ে ফেলেছেন। আবার অন্য অংশের ধারণা, কোহলি খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে কতটা দায়বদ্ধ সেটাই বোঝা গিয়েছে পোস্টে।