আমুদরিয়া নিউজ: একসঙ্গে ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন ২৫ জন রূপান্তরকামী! বুধবার মধ্যপ্রদেশের ইন্দোরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সকলেই মহারাজা যশবন্তরাও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের সুপার বসন্তকুমার নিঙ্গওয়াল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন কারও অবস্থা গুরুতর নয়। প্রত্যেকেই স্থিতিশীল রয়েছেন। এত জন হঠাৎ একসঙ্গে ফিনাইল খেলেন, তা স্পষ্ট নয়। তবে পুলিশের অনুমান রূপান্তরকামী সম্প্রদায়ের দু’টি স্থানীয় গোষ্ঠীর মধ্যে বিরোধের জেরেও এই ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার রাজেশ দন্ডোটিয়া জানিয়েছেন, তদন্তের পরেই স্পষ্ট হবে কেন এমন ঘটল।
