আমুদরিয়া নিউজ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে আশ্বাস দিয়েছেন যে, ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে! বিষয়টি সামনে আস্তেই প্রধানমন্ত্রীকে কটাক্ষ ছুঁড়লেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি। রাহুলের কথায় ‘মোদি ট্রাম্প ভীতিতে ভুগছেন’। বিরোধী দলনেতার যুক্তি, এক, ভারত রাশিয়া থেকে তেল কেনা কবে বন্ধ করবে সেটা ঠিক করার অনুমতি মোদি ট্রাম্পকে দিয়ে রেখেছেন। দুই, বারবার পাত্তা না পাওয়ার পরও মাঝে মাঝেই ট্রাম্পকে শুভেচ্ছাবার্তা পাঠান মোদি। তিন, সদ্য অর্থমন্ত্রীর আমেরিকা সফর বাতিল করতে বাধ্য হয়েছে ভারত। চার, শার্ম আল শেখে গাজা-ইজরায়েল শান্তি চুক্তিতে উপস্থিত থাকার সাহস দেখাতে পারেননি প্রধানমন্ত্রী। পাঁচ, অপারেশন সিঁদুর নিয়ে এখনও একবার ট্রাম্পের দাবি খণ্ডন করতে পারেননি মোদি। অবশ্য এই প্রথম নয়, রাহুল এর আগেও একাধিকবার মোদিকে ‘দুর্বল প্রধানমন্ত্রী’ বলে খোঁচা দিয়েছেন।
