আমুদরিয়া নিউজ: গায়ক জুবিন গর্গের মৃত্যুতে গ্রেপ্তার হওয়া ৫ অভিযুক্তকে জেলে নিয়ে যাওয়ার সময় পুলিশি কনভয়ে হামলা চালাল একদল ক্ষিপ্ত জনতা। ঘটনায় বুধবার অসমের বক্সা জেলায় উত্তেজনা ছড়াল। সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে গত ১৯ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যু হয় জুবিনের। এই ঘটনায় অনেকেই ষড়যন্ত্রের আঁচ পেয়েছেন। তার ভিত্তিতেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নির্দেশে জুবিন গর্গের মৃত্যুতদন্তের জন্য সম্প্রতি ‘সিট’ও গঠন করে অসম সরকার। এখনও পর্যন্ত গ্রেপ্তারিক সংখ্যা পাঁচ। বুধবারই অভিযুক্তদের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। অভিযুক্তদের বকসা জেলে নিয়ে যাওয়ার সময়ে পুলিশি কনভয়ে হামলা হয়। জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি। হামলাকারীদের দাবি, ‘অভিযুক্তদের আমাদের হাতে ছেড়ে দিন।’ এই ঘটনায় আহত হয়েছেন সাধারণ মানুষ থেকে সাংবাদিকরা। শেষে কাঁদানে গ্যাস ছুড়ে, শূন্যে গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।