আমুদরিয়া নিউজ: প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মধুমতী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। বুধবার ঘুমের মধ্যেই মৃত্যু হয় তাঁর। ‘আঁখে’, ‘মুঝে জিনে দো’, ‘টাওয়ার হাউজ’, ‘শিকারি’র মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন মধুমতী। অভিনয়ের পাশাপাশি নৃত্যশৈলের জন্যও সুনাম ছিল মধুমতীর। বলিউড অভিনেত্রী হেলেনের সঙ্গে তাঁর প্রায়ই তুলনা করা হত। প্রবীণ অভিনেত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অক্ষয় কুমার, বিন্দু দারা সিং, চাঙ্কি পাণ্ডে-সহ বলিউডের অনেকেই।