আমুদরিয়া নিউজ: মঙ্গলবারই বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রার্থীতালিকা প্রকাশ করেছে বিজেপি। বুধবার প্রথম প্রার্থিতালিকা প্রকাশ করল নীতীশ কুমারের দল জেডিইউ। মোট ৫৭টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে তারা। বিহারের গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রবণ কুমার প্রতিদ্বন্দ্বিতা করবেন নালন্দা থেকে। জলসম্পদ মন্ত্রী বিজয়কুমার চৌধরি লড়বেন সরাইরঞ্জন থেকে। তথ্য ও জনসংযোগ মন্ত্রী মহেশ্বর হাজারি প্রতিদ্বন্দ্বিতা করবেন কল্যাণপুর থেকে। পাশাপাশি সমাজকল্যাণ মন্ত্রী মদন সাহনি এবং অপর এক মন্ত্রী রত্নেশ সাদা লড়বেন যথাক্রমে বাহাদুরপুর এবং সোনবর্ষা থেকে। গত বছর তেজস্বী যাদবদের আরজেডি ছেড়ে নীতীশের দলে যোগ দিয়েছিলেন শ্যাম রজক। তাঁকেও টিকিট দিয়েছে জেডিইউ। বিহারে এবার ৬ এবং ১১ নভেম্বর দু’দফায় নির্বাচন।