আমুদরিয়া নিউজ: বিহারে বিধানসভার নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিলেন সঙ্গীতশিল্পী মৈথিলী ঠাকুর। মঙ্গলবার বিকেলে পটনায় রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে তিনি পদ্মশিবিরে যোগ দেন। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ জয়েশওয়াল গায়িকার হাতে পতাকা তুলে দেন। বিজেপিতে যোগ দিয়ে মৈথিলী বলেন, “প্রধানমন্ত্রী এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কাজে আমি মুগ্ধ। তাঁদের নেতৃত্বে রাজ্য ও দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে, সেই যাত্রার অংশ হতে চাই।” সূত্রের খবর, আলিনগরের দারভাঙ্গা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তিনি।