আমুদরিয়া নিউজ: বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি। তালিকায় মোট ৭১ জনের নাম রয়েছে। বিহারের দুই উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি এবং বিজয়কুমার সিংহেরই নাম রয়েছে প্রথম প্রার্থিতালিকায়। সম্রাট এ বারের নির্বাচনে প্রার্থী হচ্ছেন পারিবারিক ঘাঁটি তারাপুর থেকে। বিজয়কুমার এ বারও লড়ছেন তাঁর ঘাঁটি লখীসরায় থেকে। এছাড়া কাটিহার থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তারাকিশোর প্রসাদ, দানাপুর থেকে রামকৃপাল যাদব, গয়া থেকে প্রেম কুমার, সিওয়ান থেকে মঙ্গল পাণ্ডে এবং সহরসা থেকে অলোকরঞ্জন ঝা-কে প্রার্থী করা হয়েছে। তবে তালিকায় নাম নেই বিধানসভার স্পিকার নন্দকিশোর যাদবের। বিহারে এবার ৬ এবং ১১ নভেম্বর দু’দফায় নির্বাচন।