আমুদরিয়া নিউজ: আদানি গোষ্ঠীর সঙ্গে যৌথ উদ্যোগে অন্ধপ্রদেশের বিশাখাপত্তনম শহরে ডেটা সেন্টার এবং এআই হাব তৈরি করছে গুগল। এর জন্য আগামী পাঁচ বছরে ভারতে দেড় হাজার কোটি ডলার (ভারতীয় মুদ্রায় ১,৩৩,১৭০ কোটি টাকা) বিনিয়োগ করছে গুগল। উল্লেখ্য, এটি আমেরিকার বাইরে সংস্থাটির সবচেয়ে বড় এআই হাব হতে চলেছে। এই বিনিয়োগের জন্য অন্ধ্রপ্রদেশ সরকারের সঙ্গে মঙ্গলবার একটি সমঝোতাপত্র (মউ) স্বাক্ষর করেছে গুগ্ল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন, অশ্বিনী বৈষ্ণব, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু এবং রাজ্যের আইটি মন্ত্রী নারা লোকেশ। ‘গুগ্ল ক্লাউড’-এর সিইও থমাস কুরিয়ান বলেন, “আমেরিকার বাইরে তৈরি হওয়া সংস্থার সবচেয়ে বড় এআই তথ্যকেন্দ্র হতে চলেছে এটি।”
