আমুদরিয়া নিউজ: মহারাষ্ট্রের গড়ছিরৌলিতে আত্মসমর্পণ করলেন নিহত মাওবাদী নেতা মাল্লোজুলা কোটেশ্বর রাও ওরফে কিষেণজির ভাই মাল্লোজুলা বেণুগোপাল রাও। সোমবার গভীর রাতে ৬০ জন মাওবাদী সদস্যকে নিয়ে অস্ত্রসমর্পণ করেছেন তিনি। উল্লেখ্য, গত সেপ্টেম্বরেই অস্ত্রসমর্পণের ইঙ্গিত দিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছিলেন বেণুগোপাল। লিখেছিলেন, ‘‘দলকে বাঁচাতে সশস্ত্র সংগ্রাম বন্ধ করার সময় এসেছে’’। অবশেষে সেই জল্পনাই সত্যি হল! চলতি বছরের গোড়ায় আত্মসমর্পণ করেন বেণুগোপালের স্ত্রী বিমলা চন্দ সিদাম ওরফে তারাক্কা। তিনি ছিলেন পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)-র কমান্ডার এবং দণ্ডকারণ্য জ়োনাল কমিটির নেত্রী।