আমুদরিয়া নিউজ: বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জন করল সাড়ে ৫ লক্ষ জনসংখ্যার দেশ কেপ ভার্দে। দ্বীপরাষ্ট্র এই প্রথম বিশ্বকাপ খেলবে। আইসল্যান্ডের পর বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসাবে বিশ্বকাপের টিকিট অর্জন করল তারা। শুক্রবার রাতে প্রাইয়ার ঘরের মাঠে অনুষ্ঠিত ক্যাফ কোয়ালিফায়ারসের শেষ গ্রুপ ম্যাচে তারা এসওয়াতিনিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে এই ঐতিহাসিক সাফল্য নিশ্চিত করে। খেলা শেষ হতেই কেপ ভার্দের রাজধানী প্রাইয়ায় উৎসব শুরু হয়ে যায়। হর্ণের শব্দ আর আতশবাজির আলোয় রাজধানী প্রাইয়া উৎসবের নগরীর রূপ নেয়। স্থানীয় রেগে এবং ফানানা গানের সঙ্গে মানুষ নাচতে শুরু করেন। এই নিয়ে মোট ২২টি দেশের টিকিট পাকা হল বিশ্বকাপে। এখনও বাকি ২৬টি জায়গা।