আমুদরিয়া নিউজ: প্রয়াত হলেন প্রবীণ সিপিএম নেতা দীপক সরকার। বয়স হয়েছিল ৮৫ বছর। সোমবার রাত ১২টা নাগাদ মেদিনীপুর শহরে নিজের বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, রাতে হঠাৎই স্ট্রোক হয় তাঁর। সোমবার বিকেলেও দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন তিনি। অবিভক্ত মেদিনীপুর জেলায় সিপিএমের জেলা সম্পাদকের পদ সামলেছিলেন তিনি। ছিলেন রাজ্য সম্পাদকমণ্ডলীতেও। এ ছাড়াও সামলেছেন মেদিনীপুর স্কুল বোর্ডের চেয়ারম্যানের পদ। ট্রেড ইউনিয়ন নেতা হিসাবেও বিশেষ পরিচিতি ছিল তাঁর। মেদিনীপুর কলেজে অধ্যাপনার পাশাপাশি তিনি হয়ে উঠেছিলেন জেলার বাম আন্দোলনের অন্যতম মুখ। প্রবীণ বামপন্থী নেতার প্রয়াণে শোকের ছায়া বামপন্থী মহলে। দল সূত্রে খবর, মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত জেলার দলীয় কার্যালয়ে তাঁর মরদেহ রাখা হবে। এরপর মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দেহ দান করা হবে।
