আমুদরিয়া নিউজ: দলকে জিতিয়ে মাঠেই মৃত্যু হল ক্রিকেটারের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদে। মৃতের নাম আহমের খান। উত্তরপ্রদেশের ভেটেরান্স ক্রিকেট সংস্থার আয়োজনে বিলারি ব্লকের সুগার মিল গ্রাউন্ডসে মোরাদাবাদ ও সম্ভলের ম্যাচ চলছিল। মোরাদাবাদ প্রথমে ব্যাট করে। রান তাড়া করতে নেমে সম্ভলের শেষ ৪ বলে ১৪ রান দরকার ছিল। বল করছিলেন আহমের। তিনি দলকে ১১ রানে জেতান। কিন্তু শেষ বলটা হওয়ার পরই মাঠে লুটিয়ে পড়েন। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় জয়ের আনন্দ মুহূর্তে বদলে যায় বিষাদে।