আমুদরিয়া নিউজ: কেবিসি ১৭-র মঞ্চে অমিতাভ বচ্চনের সঙ্গে অভদ্র আচরণ এক খুদে প্রতিযোগীর। যা নিয়ে বিতর্কের ঝড় নেটপাড়ায়। গুজরাতের গান্ধীনগরের বাসিন্দা পঞ্চম শ্রেণির ছাত্র ঈশিত ভট্ট এসেছিল ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৭তম সিজ়নের অন্যতম প্রতিযোগী হিসাবে খেলতে। অমিতাভ বচ্চন যখন খেলার নিয়মাবলী ব্যাখ্যা করতে শুরু করেন, তখন ঈশিত তাঁকে থামিয়ে দিয়ে বলে, “আমাকে নিয়ম শেখাতে আসবেন না। আমি জানি। আপনি শুধু অপশন তো দিন।” এর পর ‘রামায়ণ’ নিয়ে অমিতাভের প্রশ্ন শেষ করার আগেই ওই খুদে সাইরেন বাজিয়ে জবাব দিতে যায়। এমনকী তাকে এও বলতে শোনা যায় যে, “এটা আবার কোনও প্রশ্ন হল নাকি?” যদিও শেষমেশ সে সঠিক উত্তর দিতে পারেনি। ভুল উত্তর দিয়ে খালি হাতেই প্রতিযোগিতা থেকে বাদ পড়তে হয় তাকে। এই ঘটনায় সমাজমাধ্যমে সমালোচনার ঝড়। অনেকেই প্রশ্ন তুলেছেন ছেলেটির পারিবারিক শিক্ষা নিয়ে। এই ঘটনার পর অমিতাভ পরিস্থিতি সামলে নিয়ে বলেন, “কখনও কখনও বাচ্চারা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ভুল করে ফেলে।”