আমুদরিয়া নিউজ: ইজরায়েল-হামাস যুদ্ধ পুরোপুরি থেমে গিয়েছে বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইজরায়েলের উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের তিনি বলেন, ‘যুদ্ধ শেষ। এটা এক বিশেষ সময়। সবাই একসঙ্গে আনন্দ করছে, এমনটা আগে কখনও হয়নি। এতে অংশ নিতে পেরে আমি গর্বিত।’ আরও বলেন, ‘ইসরায়েলের পর মিশরে যাচ্ছি, সেখানকার শক্তিশালী ও ধনী দেশগুলির নেতাদের সঙ্গেও দেখা করব। সবাই এই শান্তি চুক্তির পাশে রয়েছে।’ সোমবার গাজা শান্তি সম্মেলন। সোমবার বিকেলে শার্ম আল-শেখে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসি এবং ট্রাম্পের যৌথ সভাপতিত্বে ‘শান্তি শীর্ষ সম্মেলন’ অনুষ্ঠিত হবে। সেখানে ২০ টিরও বেশি দেশের নেতারা অংশগ্রহণ করবেন। ভারত থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হলেও তাঁর পরিবর্তে বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং।
