আমুদরিয়া নিউজ: পরীক্ষা হয়েছিল ১০০ নম্বরের। কিন্তু ফল প্রকাশের পর দেখা গিয়েছে, বেশির ভাগ পড়ুয়াই ১২০ নম্বর পেয়েছেন। ঘটনাটি রাজস্থানের জোধপুরের এমবিএম ইঞ্জিনিয়ারিং কলেজের। স্থানীয় সূত্রে খবর, ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষার ফল প্রকাশিত হয় বৃহস্পতিবার। কলেজের ওয়েবসাইটে যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেই তালিকা মিলিয়ে দেখতে গিয়ে পড়ুয়ারা স্তম্ভিত হয়ে যান। তাঁরা দেখেন, ১০০ নম্বরের মধ্যে তাঁদের প্রাপ্ত নম্বর ১২০! সঙ্গে সঙ্গে বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়। হইচই শুরু হতেই, কোনও কিছু না জানিয়েই রেজাল্টটি তুলে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য অধ্যাপক অজয় শর্মা বিষয়টি স্বীকার করে জানিয়েছেনপ্রযুক্তিগত ত্রুটির কারণেই এমনটা হয়েছে। তবে এই ঘটনার পরই কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে ছাত্রছাত্রীদের অভিযোগ, এই প্রথম নয়। এর আগেও বেশ কয়েক বার এমন ত্রুটি হয়েছে।
