আমুদরিয়া নিউজ: আর্থিক তছরুপের অভিযোগে শুক্রবার রাতে অনিল আম্বানির সহযোগী অশোক কুমার পালকে গ্রেপ্তার করল ইডি। রিলায়্যান্স পাওয়ারের এগজিকিউটিভ ডিরেক্টর এবং চিফ ফিনান্সিয়াল অফিসার পদে কর্মরত ছিলেন তিনি। অম্বানী গ্রুপের বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগ এনেছে এসবিআই-সহ দেশের একাধিক ব্যাঙ্ক। কয়েক মাস আগে ইডি-র জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন অনিল। প্রায় ১৭ হাজার কোটি টাকার ঋণ জালিয়াতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এ বার সেই মামলায় গ্রেফতার হলেন অনিলের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে পরিচিত অশোককুমার পাল।