আমুদরিয়া নিউজ: জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে সেনাবাহিনীর অভিযানে তুষাররঝড়ে মধ্যে পড়ে শহিদ হয়েছেন বাংলার দুই জওয়ান। একজন মুর্শিদাবাদের বাসিন্দা পলাশ ঘোষ (৩৮) অন্যজন বীরভূমের সুজয় ঘোষ (২৮)। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘‘জম্মু-কাশ্মীরের অনন্তনাগে জঙ্গিদমন অভিযানে বেরিয়ে চরম আবহাওয়ায় মৃত্যু হয়েছে বাংলার দুই প্যারা কমান্ডোর। ওঁদের পরিবার এবং বন্ধুদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই শোকের মুহূর্তে আমাদের সরকার সব রকম ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবে।’’ বুধবার কাশ্মীরের দক্ষিণ অনন্তনাগের গাদুলে জঙ্গি দমন অভিযান চালায় সেনাবাহিনী। সেই দলে ছিলেন বাংলার দুই প্যারা কমান্ডো। অভিযানের সময় তুষারঝড়ের মধ্যে পড়েন তাঁরা। নিখোঁজ হয়ে যান পলাশ ও সুজয়। বৃহস্পতিবার সুজয় ঘোষের দেহ উদ্ধার হয়, আর শুক্রবার উদ্ধার হয় পলাশ ঘোষের নিথর দেহ।