আমুদরিয়া নিউজ: জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় চলা সন্ত্রাস দমন অভিযানে গিয়ে তুষার ধসে শহিদ হলেন বাংলার দুই জওয়ান। বুধবার কাশ্মীরের দক্ষিণ অনন্তনাগের গাদুলে জঙ্গি দমন অভিযান চালায় সেনাবাহিনী। সেই অভিযান দলে ছিলেন বাংলার দুই প্যারা কমান্ডো। ল্যান্স হাবিলদার পলাশ ঘোষ (৩৮) ও ল্যান্স নায়েক সুজয় ঘোষ (২৮)। অভিযানের সময় তুষারঝড়ের মধ্যে পড়েন তাঁরা। নিখোঁজ হয়ে যান পলাশ ও সুজয়। বৃহস্পতিবার সুজয় ঘোষের দেহ উদ্ধার হয়, আর শুক্রবার উদ্ধার হয় পলাশ ঘোষের নিথর দেহ ও তাঁর বন্দুক। দুই জওয়ানের অকালমৃত্যুতে শোকের ছায়া রাজ্যে।
