আমুদরিয়া নিউজ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশায় জল ঢেলে ২০২৫ সালে নোবেল শান্তি পেলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার দুপুরে নরওয়ে নোবেল কমিটি মাচাদোর নাম ঘোষণা করেন। নোবেল কমিটির চেয়ারম্যান জর্গেন ওয়াটনে ফ্রিডনেস ঘোষণা করেন, “মারিয়া কোরিনা মাচাদো লাতিন আমেরিকার সাম্প্রতিক সময়ের অন্যতম সাহসী নাগরিক আন্দোলনের প্রতীক। তিনি বন্দুক নয়, ব্যালটের শক্তিতে লড়াইয়ের পথ বেছে নিয়েছেন।” ৫৮ বছরের মারিয়া ভেনেজ়ুয়েলার ‘লৌহ মানবী’ বলে পরিচিত। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন তিনি। ২০১৩ সালে ভেনেজ়ুয়েলায় উদার রাজনৈতিক দল প্রতিষ্ঠা হয়, যার নাম ‘ভেন্টে ভেনেজ়ুয়েলা’। সেই দলের অন্যতম প্রতিষ্ঠাতা হলেন মারিয়া। ২০২৫ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জনের মধ্যে তাঁর নামও নির্বাচিত হয়েছিল। গত বছর ভেনেজুয়েলার নির্বাচনের পর থেকেই অন্তরালে রয়েছেন তিনি। বলা হয় সেই সময় নিকোলাস মাদুরো ভোটে প্রবল কারচুপি করে ক্ষমতায় আসেন। আর সেই সময় থেকেই আত্মগোপন করেন দেশের প্রধান বিরোধী নেত্রী।
