আমুদরিয়া নিউজ: শুক্রবার দিল্লিতে শুরু হয়েছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট। দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি হাঁকালেন যশস্বী জয়সওয়াল। মাত্র ১৪৫ বলে শতরান করলেন ভারতের বাঁহাতি ওপেনার। টেস্টে নিজের সপ্তম শতরান করলেন যশস্বী। ভারত অধিনায়ক শুভমান এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। যশস্বী জয়সওয়াল শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত ১ উইকেট খুইয়ে ২২০ রান তুলেছে। যশস্বী জয়সওয়াল ১১১ ও সাই সুদর্শন ৭১ রানে অপরাজিত রয়েছেন।