আমুদরিয়া নিউজ: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। শুক্রবার ভারতীয় সময় অনুসারে সকাল ৭টা ১৩ মিনিটে (স্থানীয় সময়ে সকাল ৯টা ৪৩) ফিলিপিন্সের পূর্ব উপকূলবর্তী মিন্ডানাও কেঁপে ওঠে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৬। ফিলিপিন্সের সৈকতশহর মানায় থেকে মাত্র ৬২ কিলোমিটার দূরে সমুদ্রবক্ষে কম্পনের উৎস। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে কম্পন হওয়ায় মারাত্মক প্রভাব পড়েছে ফিলিপিন্সের বিস্তীর্ণ অঞ্চলে। শক্তিশালী এই ভূমিকম্পের জেরে সমুদ্র উপকূল বরাবর ৩০০ কিলোমিটার এলাকা জুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। দেশের দক্ষিণ এবং মধ্যভাগের উপকূলবর্তী এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরতে নির্দেশ দেওয়া হয়েছে। এই ভূমিকম্পে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
